ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রাম নগরীতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত পুলিশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২১, ৯ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 চট্টগ্রাম নগরীতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত পুলিশ

চট্টগ্রাম নগর পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে তাদের সঙ্গে কথা বলছেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান

দেশে করোনার সংক্রমণ শুরুর পর থেকে ৮ মে পর্যন্ত চট্টগ্রাম মহানগরী ও জেলায় আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

শনিবার (৯ মে) সকাল ১১টা পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০৬ জন। তাদের মধ্যে চট্টগ্রাম নগরীতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্যরা। চট্টগ্রাম মহানগর পুলিশের ২১ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে সর্বোচ্চ ২৭ জন আক্রান্ত হয়েছে সাতকানিয়া উপজেলায়। চট্টগ্রাম মহানগরীতে সবচেয়ে বেশি ১৩ জন আক্রান্ত হয়েছেন হালিশহর এলাকায়।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান থেকে এসব তথ্য নিশ্চত হওয়া গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি শনিবার সকালে জানান, চট্টগ্রাম জেলা ও মহানগরে শুক্রবার (৮ মে) রাত ১১টা পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০৬ জন। গতকাল এক দিনেই শনাক্ত হয়েছে ৪৮ জন। আক্রান্তদের মধ্যে ৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখন পর্যন্ত ১৫ জন করোনায় মারা গেছেন।

এদিকে, চট্টগ্রামে পুলিশ সদস্যরা সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার পর্যন্ত চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ২১ জন সদস্য আক্রান্ত হয়েছেন। তাদের ট্রাফিক পুলিশ সদস্যরা বেশি আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ছয়জন সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দিয়েছেন। অন্যরা আইসোলেশনে আছেন। আক্রান্ত সব পুলিশ সদস্যের সুচিকিৎসা ও সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক খোঁজ রাখছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর) আবু বকর সিদ্দিক রাইজিংবিডিকে জানান, চট্টগ্রাম মহানগর পুলিশের সদস্যরা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে করোনাযুদ্ধে নিজেদের নিয়োজিত রেখেছেন সার্বক্ষণিকভাবে। এর ফলে বেশি সংখ্যায় পুলিশ সদস্যরা আক্রান্ত হয়েছে। পুলিশ বেশি আক্রান্ত হলেও তাদের সবার মনোবল অটুট। তারা করোনা মোকাবিলায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

 

চট্টগ্রাম/রেজাউল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়