ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঝালকাঠিতে ২ কারাবন্দির মুক্তি, অপেক্ষায় ৪ জন

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ৯ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝালকাঠিতে ২ কারাবন্দির মুক্তি, অপেক্ষায় ৪ জন

করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় দেশের বিভিন্ন কারাগার থেকে বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে। শনিবার (৯ মে) ঝালকাঠি কারাগার থেকে ২ বন্দি মুক্তি পেয়েছেন। অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে মুক্তি পাবেন আরো ৪ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আদেশে তাদেরকে মুক্তি দিচ্ছে ঝালকাঠি কারা কর্তৃপক্ষ।

ঝালকাঠির জেল সুপার শফিকুল আলম বলেন, ‘শুক্রবার আমরা মুক্তির আদেশ হাতে পেয়েছি। মুক্তি দেওয়ার জন্য ঝালকাঠি কারাগারে থাকা ৯ কয়েদির তালিকা কারা সদর দপ্তরে পাঠানো হয়েছিল। সে তালিকা থেকে ৬ সাজাপ্রাপ্ত কয়েদির মুক্তির আদেশ আসে। শনিবার সকালে দুজন বাড়িতে ফিরে গেছে। যে ৪ জন মুক্তির অপেক্ষায় আছে, তাদের কাছে অর্থদণ্ডের ৪৬ হাজার টাকা পাওনা রয়েছে। তাই তাদের বাড়ি ফিরতে এক দিন বিলম্ব হবে বলে তাদের পরিবার জানিয়েছে। জরিমানার অর্থ পরিশোধ হলেই তাদেরকে মুক্তি দেওয়া হবে।’


ঝালকাঠি/অলোক/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়