ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ময়মনসিংহে নতুন ২১ জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২২, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে নতুন ২১ জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহ বিভাগে নতুন করে ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।

শনিবার (৯ মে) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

হাসপাতালের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও এক স্টাফসহ ২ জন, গফরগাঁওয়ে ৫ জন, হালুয়াঘাটে ২ জনসহ ময়মনসিংহ জেলায় ৯ জন, জামালপুর জেলা সদরের দুই চিকিৎসকসহ ৪ জন ও মেলান্দহ উপজেলায় ২ জনসহ জেলায় মোট ৬ জন, শেরপুর জেলা সদরে ৬ জন রয়েছে।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন একেএম মসিউল আলম জানান, ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ৪৩৭ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ২১৩ জন, জামালপুর জেলায় ১০৮ জন, নেত্রকোনা জেলায় ৭৪ এবং শেরপুর জেলায় ৪২ জন করোনা আক্রন্ত রোগী আছে।

এ পর্যন্ত শনিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন। তাছাড়া, মোট ছাড়পত্র পেয়েছেন ১৩৬ জন রোগী।

 

মিলন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়