ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৪

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৪

বাগেরহাটের চিতলমারীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন।

রোববার (১০ মে) দুপুরে চিতলমারী উপজেলার আড়য়াবর্ণী গ্রামের খাঁ এর পুল নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে প্রাথমিকভাবে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অবস্থা গুরুত্বর হওয়ায় দুইজনকে খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে উপজেলার সদর ইউনিয়নের আড়য়াবর্ণী গ্রামে গাউস মোল্লা ও আবুল খান গ্রুপের মধ্য দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। দুপুরে গ্রামের খাঁ এর পুল এলাকায় উভয় পক্ষের লোকজন জড়ো হতে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এতে আবুল খান (৫০), বাবুল খান (৪৫), সালেহীন খান (১৮) সাগর খান (২১), রাসেল মোল্লা (৩০), জুয়েল মোল্লা (৩৮), সাইদ মোল্লা (৪০), মাসুম বিল্লাহ (২৭), জসিম মোল্লা (২৮), রুমিছা বেগম (৫৫), রজিনা বেগম (৩২), শিউলি বেগমসহ (৩৮) ১৪ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

চিতলমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুলক হক জানান, বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উভয় পক্ষের কেউই থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

টুটল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়