ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১০ মে)  উপজেলার রাওনা ইউনিয়নের চংবিরই গ্রামে এ ঘটনা ঘটে। গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গফরগাঁও থানার ওসি জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রাজ্জাককে তার ভাতিজারা মারধর করে। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজ্জাককে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

আব্দুর রাজ্জাকের স্ত্রী আসমা বেগম বলেন, বাড়ির ১০ শতাংশ জমি নিয়ে স্বামীর সঙ্গে বিরোধ ছিলো ভাতিজা শাজাহান, জয়নাল ও মাসুদের।  রোববার সকালে ঐ জমিতে জোর করে ঘর উঠাতে যায় ভাতিজারা। বাধা দিলে আমাদের মারধর করে তারা।

এ ঘটনায়  মামলা করবেন বলে জানিয়েছেন আসমা বেগম।

 

ময়মনসিংহ/মিলন/সাইফ

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়