ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলে ফ্রি চিকিৎসা দিলো সেনাবাহিনী

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২২, ১২ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলে ফ্রি চিকিৎসা দিলো সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী যশোর সেনানিবাসের উদ্যোগে দিনভর ফ্রি চিকিৎসা সেবা পেলো সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ।

আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে সোমবার (১১ মে)  যশোর ৫৫ পদাতিক ডিভিশনের তত্বাবধানে ও ৪১ ফিল্ড অ্যামবুলেন্স এর পরিচালনায়  লেফটেন্যান্ট কর্ণেল ফারহানার নেতৃত্বে  ৫ জন ডাক্তার দিন ব্যাপি এ চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় মেডিক্যাল অফিসার হিসেবে সেখানে চিকিৎসা প্রদান করেন, মেজর মশিউর, মেজর আহসান, মেজর সেবার, মেজর ক্যাপ্টেন মাহমুদা, ক্যাপ্টেন নওরিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিঠুন বিশ্বাসসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পটি সুদক্ষ ভাবে গঠনে ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সাকিব।

সেনাবাহিনীর সদস্যরা এ সময় বিভিন্ন রোগীদের মাঝে বিনামূল্যে ৫২ প্রকার ওষুধ প্রদান করেন। 


শাহীন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়