ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

লালমনিরহাটে ৮০ দরিদ্র পরিবারে মাংস বিতরণ

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লালমনিরহাটে ৮০ দরিদ্র পরিবারে মাংস বিতরণ

লালমনিরহাটে ৮০টি দরিদ্র পরিবারে মাংস বিতরণ করেছে রাইজ (Read the issue save the environment) নামের একটি সামাজিক সংগঠন।

কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত এ সংগঠনটি বুধবার (১৩ মে) রাতে দুস্থ পরিবারে ৩৫ কেজি খাসীর মাংস বিতরণ করে।

আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নে এবং সদর উপজেলার হারাটি ইউনিয়ের বিভিন্ন বাড়িতে তারা এসব বিতরণ করেন।

সংস্থাটির সাধারণ সম্পাদক সিনথিয়া ইসলাম রাইজিংবিডিকে বলেন, রাইজ সবসময় ব্যাতিক্রম কিছু নিয়ে সমাজের গরীব এবং অসহায়দের পাশে থাকে।

সংস্থাটির সভাপতি মামুন আহসান বলেন, বর্তমান সময়ে গরীব অসহায় পরিবারগুলো নানান সহযোগিতা পাচ্ছে। এগুলো চাল,ডাল,সেমাই চিনির মধ্যে সীমাবদ্ধ। কিছু পরিবার আছে যারা মাছ মাংস কিনে খেতে পারছে না। তাদের কথা বিবেচনা করেই এমন ব্যতিক্রমী কার্যক্রম আমরা হাতে নেই এবং বাস্তবায়ন করি।


ফারুক আলম/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়