ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের দুদিকেই যাত্রীদের চাপ

মুন্সীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের দুদিকেই যাত্রীদের চাপ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে শুক্রবার (১৫ মে) দক্ষিণবঙ্গগামী যাত্রীদের চাপ দেখা গেছে। এবার ঢাকাগামী যাত্রীদের সঙ্গে দক্ষিণবঙ্গের ঘরমুখো যাত্রীরাও যুক্ত হওয়ায় ভিড় আরও বেড়েছে। পাঁচ শতাধিক যানবাহন শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষমাণ থাকতে দেখা যায়।

একদিকে দক্ষিণবঙ্গের ২৩ জেলা থেকে শিমুলিয়াঘাটে ছুটে আসছেন শত শত যাত্রী। অন্যদিকে থেকে দক্ষিণবঙ্গের ঘরমুখো যাত্রীদের চাপ দেখা গেছে।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, সকাল থেকেই শিমুলিয়াঘাটে দক্ষিণবঙ্গের ঢাকামুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। ঘাট এলাকায় বিকেল ৩ টার দিকে পাঁচ শতাধিক যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। পারাপারের অপেক্ষায় থাকা প্রাইভেটকার, মাইক্রো, অ্যাম্বুলেন্স ও মোটর সাইকেল।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, শিমুলিয়াঘাটে উভয়মুখেই যাত্রীদের চাপ দেখা গেছে। ঘাটে শত শত ছোট ছোট যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।  সকাল থেকে নৌরুটে ১৩ টি ফেরি চালু রয়েছে।


মুন্সীগঞ্জ/শেখ মোহাম্মদ রতন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়