ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও বাহিরে কঠোর নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও বাহিরে কঠোর নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে চট্টগ্রাম মহানগরীতে সকল ব্যাক্তি ও যানবাহনের (জরুরি সেবা ছাড়া) প্রবেশ ও বাহির সম্পূর্ণ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

আজ রোববার (১৭মার্চ) সন্ধ্যা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, নগরবাসীর বৃহৎ স্বার্থে করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে আজ রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও বাহির পথে সিএমপি কর্তৃক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

কোন ব্যক্তি বা পরিবহন একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত যাতে চট্টগ্রাম মহানগরীতে   প্রবেশ বা বাহিরে যেতে না পারেন, সেজন্য আজ সন্ধ্যা থেকে নগরীর বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট জোরদার করা হয়েছে।

জরুরি সেবা ও রপ্তানি পণ্য সরবরাহ কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।

এমতাবস্থায় যথোপযুক্ত কারণ ব্যতীত কোন ব্যক্তি বা যানবাহন নগরীতে প্রবেশ ও বাহির হবার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই নিয়ন্ত্রিত চলাচলের ক্ষেত্রে সম্মানিত নাগরিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।


চট্টগ্রাম/মো. রেজাউল করিম/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়