ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আড়াইহাজারে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৫, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আড়াইহাজারে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে ভেসে আসা কচুরিপানা বেড় দিয়ে আটকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১৮ মে) সকালে উপজেলার দুর্গম কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীরচর গ্রামে এঘটনা ঘটে।

জানা যায়, মেঘনা নদীতে ভেসে আসা কচুরিপানা নদীর পাশে আটকিয়ে বেড় দিয়ে রেখে সেখানে মাছ ধরে থাকে স্থানীয় লোকজন। সোমবার সকালে কচুরিপানা দখল নিয়ে স্থানীয় আসকর আলী ও কাজেম আলীর মধ্যে তর্কে লিপ্ত হয়।

এখবর ছরিয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পড়ে। এতে নারীসহ ২০ জন হন। আহতদের দ্রুত উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

রাকিব/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়