ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঘূর্ণিঝড় আম্ফান: সিএমপির নিয়ন্ত্রণ কক্ষ চালু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩০, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঘূর্ণিঝড় আম্ফান: সিএমপির নিয়ন্ত্রণ কক্ষ চালু

ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া সদরদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বর—০১ ৪০০ ৪০০ ৪০০ এবং  ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০।

সোমবার (১৮ মে) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমানের নির্দেশে এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়।

ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড় পরবর্তীতে যেকোনও ধরনের সেবা পেতে বা তথ্য জানার জন্য এই নিয়ন্ত্রণ কক্ষে নগরবাসীকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রতিদিন ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণ কক্ষে ঘূর্ণিঝড় সংক্রান্ত নগরবাসীর ফোন রিসিভ করে এবং সে অনুযায়ী তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে ।

সিএমপি কমিশনার বলেন, ঘূর্ণিঝড় আম্ফান সংক্রান্ত  দুর্যোগকালীন যেকোনও পরিস্থিতি মোকাবিলা জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭০০০ অফিসার ফোর্স প্রস্তুত আছে। ইতিমধ্যে পতেঙ্গা বিচ, পারকি বিচ, মেরিন ড্রাইভ রোড সহ বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকায় মাইকিং করা হয়েছে।  বিশেষ টিম মোতায়েন করা হয়েছে এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ঘূর্ণিঝড় আম্ফান দুর্যোগকালে করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তারের বিষয়েও সতর্ক থাকতে সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

চট্টগ্রাম/রেজাউল/সাইফ

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়