ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চট্টগ্রাম সমুদ্র বন্দরে অ্যালার্ট-৩ জারি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৩, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রাম সমুদ্র বন্দরে অ্যালার্ট-৩ জারি

ঘূর্ণিঝড় আম্ফানের কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় চট্টগ্রাম সমুদ্রবন্দরে অভ্যন্তরীণ সতর্কতা 'অ্যালার্ট-৩' জারি করা হয়েছে। এটি বন্দরে ঘূর্ণিঝড় মোকাবিলা ও প্রস্তুতির জন্য সর্বোচ্চ সতর্কতা সংকেত।

চট্টগ্রাম বন্দরের উপপরিচালক ক্যাপ্টেন ফরিদ উদ্দিন অ্যালার্ট-৩ জারির তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার (১৮ মে) বিকেলে আবহাওয়া দপ্তর চট্টগ্রাম বন্দরকে ঘূর্ণিঝড় মোকাবেলায় ৬ নম্বর সতর্ক সংকেত দেখানোর প্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষের জরুরি সিদ্ধান্তে বন্দরে অ্যালার্ট-৩ জারি করা হয়। এর আওতায় চট্টগ্রাম বন্দরে সব ধরনের পণ্য উঠানামা বন্ধ ঘোষণা করা হয়। বন্দরের জেটিতে থাকা সব জাহাজকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া বন্দরের আশপাশে থাকা সব লাইটার জাহাজকে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর উজানে নিরাপদ আশ্রয়ে নোঙর করে রাখতে নির্দেশ দেওয়া হয়।

ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম বন্দরের জেটি মঙ্গলবার (১৯ মে) সকালের মধ্যে  পুরোপুরি খালি করা হবে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য আদান প্রদানে বন্দর কর্তৃপক্ষ দুটি কন্ট্রোলরুম চালু করেছে।


রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়