ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যাত্রীদের উল্টো ঢাকায় পাঠাচ্ছে মানিকগঞ্জ পুলিশ

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যাত্রীদের উল্টো ঢাকায় পাঠাচ্ছে মানিকগঞ্জ পুলিশ

ঢাকা থেকে আগত বিভিন্ন জেলার মানুষকে উল্টোপথে আবারও ঢাকায় পাঠিয়ে দিচ্ছে মানিকগঞ্জ জেলা পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত পাটুরিয়া ও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়।

বিকেলে পাটুরিয়া ও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে দুটি মিনিবাসে ৩৫ জন যাত্রীকে ঢাকায় পাঠানো হয়। এরা ঢাকা থেকে মানিকগঞ্জে এসে পায়ে হেঁটে পাটুরিয়া ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন।

করোনাভাইরাসের কারণে জেলায় চলমান লকডাউনকে জোরদার করতে এই কার্যক্রম হাতে নিয়েছে জেলা পুলিশ।

যাত্রীদের উল্টো ঢাকায় পাঠানো প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. হাফিজুর রহমান জানান, এক জেলা থেকে অন্য জেলা বা উপজেলাতে এখন প্রবেশ নিষেধ থাকলেও ঢাকা ও আশে পাশে থেকে অনেক মানুষ পাটুরিয়া ফেরি ঘাটে যাচ্ছিল। যানবাহন চলাচল না করায় অনেকে হেঁটেই পাটুরিয়া ঘাটে যাচ্ছিলেন। তাদেরকে আবার ঢাকার দিকেই ফেরত পাঠানো হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে ভাড়া দিয়েই তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে।


আব্দুল আলীম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়