ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাটুরিয়ায় ট্রলার ডুবিতে সব যাত্রী জীবিত উদ্ধার

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাটুরিয়ায় ট্রলার ডুবিতে সব যাত্রী জীবিত উদ্ধার

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটের ৫নং পন্টুন এলাকায় ডুবে যাওয়া ট্রলার থেকে এক শিশু ও নারীসহ সকল যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের শিবালয় ইউনিটের কর্মীরা।

মঙ্গলবার (১৯ মে) রাত সোয়া ৮টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে এ তথ‌্য জানান পাটুরিয়া নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাবু মিয়া।

লাবু মিয়া বলেন, ‘‘সন্ধ্যার দিকে এক নারী ও তিন বছর বয়সী এক শিশু এবং ছয় জন পুরুষ যাত্রী নিয়ে পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে ট্রলারটি। কিন্তু কিছুদূর যাওয়ার পর ট্রলারটি ডুবে যায়।

আরো পড়ুন : পাটুরিয়ার পদ্মা নদীতে যাত্রী বোঝাই ট্রলার ডুবি

‘খবর পেয়ে ফেরিঘাট এলাকায় কর্মরত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে নামেন। নারী ও শিশুসহ সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন তারা।”

তিনি আরও বলেন, ‘উদ্ধার হওয়া যাত্রীরা ঈদে বাড়ি ফিরতে এভাবে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছিলেন। পরে তাদেরকে একটি ফেরিতে করে পাটুরিয়া ফেরিঘাট থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় যাওয়ার ব্যবস্থা করা হয়।’

ট্রলার ডুবির ঘটনায় আর কোনো যাত্রী নিখোঁজ নেই বলে জানান তিনি।

 

আব্দুল আলীম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়