ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পিরোজপুরে থেমে থেমে বৃষ্টি, জোয়ারের পানি বৃদ্ধি

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৪, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পিরোজপুরে থেমে থেমে বৃষ্টি, জোয়ারের পানি বৃদ্ধি

সুপার সাইক্লোন ‘আম্ফান’ এর প্রভাব পড়তে শুরু করেছে পিরোজপুরে জেলাজুড়ে।

সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি পড়ছে। সেইসাথে বেড়েছে কচাঁ ও বলেশ্বর নদীর পানি। নদী দুটির পানি বিপদ সীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (২০ মে) পিরোজপুরে ৭ নম্বর বিপদ সংকেত পরিবর্তন করে ১০ নম্বর মহাবিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে আম্ফানের প্রভাবে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় জেলার নিমাঞ্চল ও মঠবাড়িয়ার মাঝের চরের বেড়িবাঁধ কয়েকটি এলাকা ইতোমধ‌্যে প্লাবিত হয়েছে।

পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, জেলার সাত উপজেলায় ৫৫৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রগুলো থাকার জন্য উপযুক্ত করা হয়েছে।

সেগুলোতে যথাযথভাবে বিদ্যুৎ সংযোগ, পানির ব্যবস্থা ও পয়ঃনিষ্কাসনসহ আশ্রয় প্রার্থীদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। নদী তীরবর্তী এলাকা ও চর এলাকায় মাইকিং করে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে।

এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধের জন্য আশ্রয়কেন্দ্রে আসা সবাইকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

 

কুমার শুভ রায়/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়