ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কয়রার ৫ জায়গায় নদী ভাঙন, কয়েকশত ঘরবাড়ি বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৫, ২১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কয়রার ৫ জায়গায় নদী ভাঙন, কয়েকশত ঘরবাড়ি বিধ্বস্ত

খুলনার কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় আম্ফানের কারণে জোয়ারের তোড়ে ৫ জায়গায় নদী ভেঙে পানি প্রবেশ করেছে।

প্রচণ্ড ঝড়ে পড়ে গেছে কয়েকশত ঘরবাড়ি। গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করছে।

এদিকে, আম্ফানের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা বৃহত্তর খুলনা জেলা।

কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান কবি শামসুর রহমান জানান, রাত ৮টার দিকে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী তাসলিম মোল্লার বাড়ির সামনে বাঁধ ভেঙে যায়।

ছোট আংটিহারা বাকের গাজীর বাড়ির সামনে বাঁধ ভেঙে গেছে। দক্ষিণ আংটিহারা স্লুইজ গেটের পূর্ব পাশ থেকে মুক্তিযোদ্ধা গিরীন সরদারের বাড়ি পর্যন্ত ওয়াবদার রাস্তা জোয়ারের পানিতে ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে।

এছাড়া, উত্তর বেদকিশী ইউনিয়নের গাজীপাড়ার ও কয়রা সদর ইউনিয়নে হরিণখোলা বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে।

হামখুড়ুর গোড়া ও দশ হালিয়া মজিবর মাস্টারের বাড়ির সংলগ্ন এলাকা ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে।

ইউপি চেয়ারম্যানদ্বয় আরও জানান, সিডরের সময়ের মতই আম্ফানের বাতাসের গতি ছিল। ঝড়ে গোটা উপজেলায় কয়েকশত গাছপালা উপড়ে গেছে। ধসে গেছে কয়েকশত কাঁচা ঘরবাড়ি। সেই সঙ্গে আম, কলাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে, সন্ধ্যায় ঝড় শুরু হওয়ার পর থেকেই বিদ্যুতহীন হয়ে যায় গোটা এলাকা। খুলনা মহানগরীও বিদ্যুৎ বিহীন রয়েছে।

তবে, আম্ফানে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পেতে ২-৩ দিন সময় লাগবে বলে জানিয়েছেন জেলা ত্রাণ কর্মকর্তা আজিজুল হক।

 

খুলনা/নূরুজ্জামান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়