ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুন্দরবন থেকে বলেশ্বর তীরে ভেসে এলো মৃত হরিণ

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৭, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুন্দরবন থেকে বলেশ্বর তীরে ভেসে এলো মৃত হরিণ

বরগুনায় সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের পাড়ে ভেসে এসেছে একটি মৃত হরিণ।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টা দিকে স্থানীয় বনবিভাগ হরিণটি উদ্ধার করে।

বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বলেশ্বর নদের পাড়ে টেংরা হাজিরখাল এলাকায় মৃত হরিণ দেখে এলাকাবাসী খবর দেয়। পরে সেখানে গিয়ে হরিণটির চামড়া সংরক্ষণ করে মাটি চাপা দেয়া হয়। ধারণা করা হচ্ছে, হরিণটি ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে সুন্দরবন থেকে পানির স্রোতে ভেসে আসতে পারে।

কোস্টাল এনভারণমেন্ট প্রটেকশন নেটওয়ার্কের উপজেলা সমন্বয়ক শফিকুল ইসলাম জানান, এই মৃত হরিণই প্রমান করে সুন্দরবনে কী পরিমাণ ধংসযজ্ঞ চালিয়েছে আম্ফান।

আমাদের প্রকৃতিকে বাঁচাতে হবে, সুরক্ষা দিতে হবে। মানব সৃষ্ট কোনো কারণে সুন্দরবনের জীব বৈচিত্র হুমকিতে পড়ে— এমন কার্যক্রম বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 


রুহান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়