ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আম্ফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলো কোস্ট গার্ড

ভোলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আম্ফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলো কোস্ট গার্ড

ভোলায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ দিয়েছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।

শনিবার (২৩ মে) সকালে ভোলার চরফ্যাশন কচ্ছপিয়া এলাকায় বেড়িবাঁধ এলাকায় ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, ছোলা, চিনি, বিস্কুট, সেমাই, ফিটকিরি, সাবান বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এস এম মঈন উদ্দিন, গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট এম মাহাবুবুল আলম শাকিল, চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন মাহমুদসহ স্থানীয় প্রশাসন ও গোস্ট গার্ডের কর্মকর্তারা।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের কমান্ডার ক্যাপ্টেন এস এম মঈন উদ্দিন বলেন, ‘করোনার প্রভাবে যেমন একদিকে মানুষ কর্মহীন হয়ে পড়েছে, অন্যদিকে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে অনেক মানুষের ক্ষতি হয়েছে। উপকূলে যেকোনো দুর্যোগে বাংলাদেশ কোস্টগার্ড ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থেকে কাজ করে গেছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে।’


ভোলা/মালেক/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়