ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেহেরপুরে করোনার উপসর্গ নিয়ে ভ্যানচালকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মেহেরপুরে করোনার উপসর্গ নিয়ে ভ্যানচালকের মৃত্যু

পলাশের লাশের পাশে স্বজনদের আহাজারি

মেহেরপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পলাশ (৬০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পলাশ মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের সাকের মন্ডলের ছেলে।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানিয়েছেন, পলাশ জ্বরে ভুগছিলেন। মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হলে তাকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। এর পরপরই তিনি মারা যান। আগে তার অ্যাজমার সমস্যা ছিল।

মেহেরপুর জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায় ডা. রফিকুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুর কারণে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এটা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে তার শরীরে করোনাভাইরাস ছিল কি না?’

গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানিয়েছেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ দাফনের জন্য ইসলামী ফাউন্ডেশনের একটি দল এবং সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমানসহ গাংনী থানার পুলিশকে পাঠানো হয়েছে।

পলাশের পরিবার জানায়, কিছু দিন ধরে অ্যাজমায় ভুগছিলেন পলাশ। তিনি গাংনী হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন। মেহেরপুর হাসপাতালে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

 

মেহেরপুর/মহাসিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়