ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে পথশিশুরা পেলো ঈদবস্ত্র

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে পথশিশুরা পেলো ঈদবস্ত্র

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামে তিন শতাধিক পথশিশু পেয়েছে নতুন জামা।

শনিবার (২৩ মে) চট্টগ্রাম নগরীর জিইসি, ওয়াসা, ইস্পাহানি মোড়, কাজির দেউরি, জুবলি রোড ও আশপাশের এলাকায় ৩০০ জন সুবিধাবঞ্চিত পথশিশুকে ঈদ বস্ত্র দিয়েছে বেসরকারি সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন (ইকো)।

এ সময় উপস্থিত ছিলেন ইকোর সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, সম্পাদক ড. ওমর ফারুক রাসেল, সম্পাদকমণ্ডলীর সদস্য এস এম আবু ইউসুফ সোহেল, চবির শিক্ষক কাজেমুর নূর সোহাদ প্রমুখ।

পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণকালে ইকোর সম্পাদক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল বলেন, ‘করোনা মহামারির সময়ে পথশিশুরা মানবেতর জীবন যাপন করছে।  প্রতিষ্ঠাকাল থেকেই ইকো সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’


চট্টগ্রাম/রেজাউল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়