ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঈদের আগে সুনসান বাণিজ্য নগরী চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের আগে সুনসান বাণিজ্য নগরী চট্টগ্রাম

দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। ঈদের আগের রাত মানেই রাতভর জমজমাট শহর, ঈদের কেনাকাটায় হাজার হাজার মানুষের আনন্দ মুখরতায় ব্যস্ততায় ভরপুর থাকে এই শহর। তবে শত বছরের মধ্যে এবারই প্রথম ভিন্ন আবহে ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামে।

রোববার (২৪ মে) ঈদের আগের রাতে পুরোপুরি সুনসান নীরব নিস্তব্দ পুরো শহর।

রোববার রাত ৮টার পর নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সাধারণ মানুষের কোনো চলাচল নেই, যানবাহন নেই সড়কে। একাকি সড়কবাতিগুলোই যেনো পাহারা দিচ্ছে শহরকে।

মাঝে মাঝে পুলিশের গাড়ি, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স ছুটে চলতে দেখা যায়। তবে বড় মার্কেট, শপিং মলের সামনে আলো ঝলমলে পরিবেশ নেই। শুধুমাত্র নিরাপত্তারক্ষীদের সতর্ক পায়চারি সর্বত্র। এমন অবস্থার মধ্যেই সোমবার (২৫ মে) ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি জানান, এবার করোনা পরিস্থিতিতে ভিন্ন আবহে ঈদ অনুষ্ঠিত হবে। কোনো খোলা মাঠে বা ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না।

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর দামপাড়াস্থ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ অভ্যান্তরে। এ ছাড়া দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদে। এ দুটি বড় মসজিদ ছাড়াও নগরীর প্রতিটি ওয়ার্ডে মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

প্রতিটি জামাতে সামাজিক দূরত্ব মেনে মুসল্লিদের জামাতে অংশ নিতে হবে। কোনো ধরনের কোলাকুলি বা করমর্দন করা যাবে না। করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সকল নগরবাসীকে নিজ নিজ ঘরে অবস্থান করে ঈদ উদযাপনের আহ্বান জানান প্যানেল মেয়র।

 

রেজাউল করিম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়