ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পঞ্চগড়ে একদিনে করোনা শনাক্তের রেকর্ড

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ২৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পঞ্চগড়ে একদিনে করোনা শনাক্তের রেকর্ড

পঞ্চগড়ে একদিনে করোনা আক্রান্তের রেকর্ড ছাড়িয়ে গেলো।  নতুন করে আরো ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।  এ নিয়ে জেলায় মোট ৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

রোববার (২৪ মে) রাতে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছ্নে।

সিভিল সার্জন বলেন, গত ২০ মে মোট ৬৯ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়।  রোববার বিকেলে পাওয়া রিপোর্টে ১৪ জনের পজিটিভ আসে।

নতুন আক্রান্ত ১৪ জনের মধ্যে ৮ জনই দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বাসিন্দা। এর মধ্যে হাসানপাড়া কাঠালতলী এলাকার ২২ বছর বয়সী যুবক ১৪ মে ঢাকা থেকে, সরকারপাড়া এলাকার ২৫ বছর বয়সী যুবক ১৭ মে কুমিল্লা থেকে, একই এলাকার এক দম্পতি ১৫ মে ঢাকা থেকে, ঢাঙ্গীরহাট এলাকার ৩২ বছর বয়সী ব্যক্তি ১৭ মে গাজীপুর থেকে এবং কাটনহারি এলাকার দুই ব্যক্তি ১৫ মে ঢাকা থেকে বাড়ি ফিরেছেন। এরপর তারা হোম কোয়ারেন্টিনে ছিলেন। গত বুধবার ও বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

 

 

পঞ্চগড়/নাঈম/সাইফ

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়