ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনার স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় ধামাইরহাটে

ধামাইরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ২৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় ধামাইরহাটে

করোনাভাইরাসের কারণে সরকারের ঘোষণা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এবার ঈদের নামাজ আদায় করতে হলো নওগাঁর ধামইরহাটে।

সোমবার (২৫ মে) করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে মসজিদে কয়েক হাজার মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

ধামইরহাট কেন্দ্রীয় জামে মসজিদ, উপজেলা মসজিদ, থানা মসজিদ, টিএনটি, আমইতারা, মঙ্গলকোটা, চকময়রাম, ফার্সিপারা, মালাহারসহ উপজেলার বিভিন্ন মসজিদে মুসল্লিগণ ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

সকাল নয়টায় ধামইরহাট থানা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আশরাফুল ইসলামের ইমামতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে মুসল্লিদের ঈদুল ফিতরের নামাজ আদায় করতে দেখা যায়। এসময় ঈদের নামাজ পরতে আসা উপস্থিত মুসল্লিগণ মুখে মাস্ক পরে নামাজ আদায় করেন। তবে এই প্রথম নামাজ শেষে সবাই একে অপরের প্রতি হাতে হাত রেখে কোলাকুলি করা থেকে বিরত ছিলেন। ঈদের নামাজ শেষে করোনা মহামারি থেকে রক্ষা পেতে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাওয়া হয়।

ধামাইরহাট থানা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আশরাফুল ইসলাম বলেন, করোনার সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশনায় খোলা ঈদগাহ মাঠের পরিবর্তে প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে ঈদের নামাজ আদায়ের ব্যাবস্থা করা হয়।

 

ধামাইরহাট (নওগাঁ)/অরিন্দম মাহমুদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়