ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ২৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে মৃদু ভূমিকম্প

চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোমবার (২৫ মে) রাত ৮টা ৪৩মিনিটে ভূকম্পন্ন অনুভব করেন চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের সর্বশেষ আপডেটে এই ভূমিকম্পের সত্যতা নিশ্চিত করে জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২।

এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের সাড়ে ৬০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের মূল কেন্দ্র বাংলাদেশের উত্তর-পূর্বে ভারতের মণিপুর রাজ্যে।

এই ভূমিকম্পে চট্টগ্রাম ছাড়াও ঢাকা, সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলেও অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

রেজাউল করিম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়