ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৭৯ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ২৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৭৯ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের নমুনা পরীক্ষায় ১৭৯ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

সোমবার (২৫ মে)  চট্টগ্রামের দুটি পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজিটিভ এসেছে।  রাত ১১টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, চট্টগ্রামে দুটি ল্যাবে ৩৮০ জনের নমুনা পরীক্ষা হয়েছে।  এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৩২৫ জনের নমুনা পরীক্ষায় ১৭৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।  এর মধ্যে নগরীতে ১৬৭ ও উপজেলা পর্যায়ে ১২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়।

এছাড়া চট্টগ্রাম বিআইটিআইডি ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষায় সবকটি ফলাফল নেগেটিভ।  সব মিলিয়ে এ পর্যন্ত মোট চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৮৯ জন।  এর মদ্যে মারা গেছে ৫৩ জন।  সুস্থ হয়েছে ১৬২ জন।

 

 

চট্টগ্রাম/রেজাউল/সাইফ

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়