ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ, ইউপি সদস্যের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ, ইউপি সদস্যের কারাদণ্ড

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের দায়ে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যেকে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জারিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইসমত আরা ওই ভ্রামমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত বোরহান উদ্দিন কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

উপজেলার ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. ইসমত আরা জানান, খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল পান এমন ৬ জন ব্যক্তির কার্ড ইউপি সদস্য বোরহান উদ্দিন নিজের জিম্মায় রেখে গত ৬ মাস ধরে নিজেই চাল উত্তোলন করে আসছিলেন।

অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং তার বাড়ি থেকে ৬০ কেজি চাল জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জারিমানা করে।

 

গাজীপুর/হাসমত/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়