ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা: ২০ জনকে আসামি করে মামলা

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৩, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা: ২০ জনকে আসামি করে মামলা

বরগুনায় স্কুলছাত্র হৃদয়কে পিটিয়ে হত্যার ঘটনায় ২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

নিহতের মা ফিরোজা বেগম বাদী হয়ে মঙ্গলবার (২৬ মে) রাতে বরগুনা সদর থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১০টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তি অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান এসব তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোলবুনিয়া এলাকার পনু কাজীর ছেলে নোমান কাজী (১৮) ও লিটনের ছেলে নয়নের সাথে পূর্বশত্রুতার জের ধরে হৃদয় ও তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে হতাহত হয়। পিটুনিতে গুরুতর আহত হৃদয় (১৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঈদের দিন বিকেলে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় পায়রা নদীর তীরে হামলার শিকার হয়ে মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হৃদয় (১৫)।

হৃদয় বরগুনা পৌর শহরের চরকলোনী এলাকার দেলোয়ার হোসেনের একমাত্র ছেলে। সে বরগুনা টেক্সটাইল ও ভোকেশনালে স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

 

বরগুনা/রুদ্র রুহান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়