ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কর্মকর্তার করোনা শনাক্ত, ব্যাংক লকডাউন

পিরোজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৮, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কর্মকর্তার করোনা শনাক্ত, ব্যাংক লকডাউন

পূবালী ব্যাংক পিরোজপুর শাখার এক কর্মকর্তার করোনা শনাক্ত হওয়ায় এবার ব্যাংকও লকডাউন করে দেওয়া হয়েছে। এর আগে তার বাড়ি লকডাউন করে দেওয়া হয়।

একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই শাখায় সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, তিনিসহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা শহরের মুক্তিযোদ্ধা মার্কেট কমপ্লেক্স ভবনে অবস্থিত পূবালী ব্যাংক কার্যালয়ে গিয়ে লকডাউন ঘোষণা করে লাল পতাকা টানিয়ে দেন।

সোমবার ঈদের দিন রাতে পিরোজপুর পূবালী ব্যাংকে কর্মরত ওই কর্মকর্তার করোনা পজেটিভ রিপোর্ট আসে পিরোজপুর স্বাস্থ্য বিভাগের কাছে। রাতেই শহরের শিক্ষা অফিস এলাকার ওই ব্যাংক কর্মকর্তার বাড়িটি লকডাউন করা হয়।

 

শুভ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়