ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাদুল্লাপুরে হাসপাতাল গেটে সন্তান প্রসব ঘটনায় তদন্ত কমিটি

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৬, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাদুল্লাপুরে হাসপাতাল গেটে সন্তান প্রসব ঘটনায় তদন্ত কমিটি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে এক নারীর সন্তান প্রসব ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। এ কমিটিতে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার সুরঞ্জন কুমার বর্মনকে সদস্য সচিব করা হয়েছে।

গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ রাইজিংবিডিকে জানান, আগামী ৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২৫ মে) সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের এক গর্ভবর্তী মা সন্তান প্রসবের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ভর্তি করে নেননি চিকিৎসকরা। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের গেটেই ওই নারী সন্তান প্রসব করেন।

 

মোসলেম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়