ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ঝালকাঠিতে জলাবদ্ধতায় ভোগান্তি

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঝালকাঠিতে জলাবদ্ধতায় ভোগান্তি

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব কাটতে না কাটতে ঝালকাঠিতে ভারি বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

শহরের দুয়েকটি সড়ক বাদে অধিকাংশ সড়কে পানি জমে গেছে। বেশ কিছু বসত বাড়ি ও দোকানে পানি ঢুকেছে।

বুধবার (২৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো আগাম পূর্বাভাস ছাড়াই বৃষ্টিপাত হয়। সাথে দমকা হাওয়া ছিল।

এদিকে এই ভারি বৃষ্টিপাতের কারণে ঝালকাঠির সুগন্ধা, বিষখালী ও হলতা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে তলিয়ে গেছে ফসলি জমি। পানিবন্দি হয়ে আছে নিম্মাঞ্চলের মানুষ।

সকাল থেকে ঝালকাঠি জেলায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। এসব কারণে চরম ভোগান্তিতে পড়েছে উপকূলীয় জেলা ঝালকাঠির মানুষ।


অলোক সাহা/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়