ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিয়ে-তালাক বন্ধ বগুড়ায়

আখতারুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিয়ে-তালাক বন্ধ বগুড়ায়

করোনার কারণে বগুড়ায় বিয়ে বা তালাক সবই বন্ধ হয়ে রয়েছে। গত দুমাসে এ জেলায় নতুন বিয়েও হয়নি। তালাক দেওয়ার ঘটনাও ঘটেনি।

কাজী অফিসগুলোতে বর–কনে, অভিভাবক বা ঘটকদের কোনো পদচারণা নেই। বিয়ে আটকে আছে অনেকের। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।

বগুড়া জেলা মুসলিম ম্যারেজ রেজিস্টার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল ইসলাম জানান, গত দুইমাসে বগুড়া জেলায় ১৩৮টি ম্যারেজ রেজিস্টার অফিসে কোনো বিয়ে রেজিস্ট্রি অথবা তালাক নামার ঘটনা ঘটেনি। করনার কারণে বিয়ে বন্ধ হয়ে গেছে। বিয়ে মানেই জনসমাগম। করোনা সংক্রমণের ভয়ে কেউ ঝুঁকি নিতে সাহস করছেন না।

অনেক অভিভাবক তাদের পুত্র-কন্যার বিয়ের তারিখ একধিকবার পরিবর্তন করেও শেষ পর্যন্ত বিয়ে স্থগিত করার ঘটানাও ঘটেছে বলে জানান তিনি।

জেলা ম্যারেজ রেজিস্টার অফিস সূত্রে জানা গেছে, জেলার ১৩৮টি ম্যারেজ রেজিস্টার অফিসে বছরে গড়ে ৩০০টি বিয়ে হয়ে থাকে। কখনও এর চাইতে বেশি হয়ে থাকে। কিন্তু কোভিড-১৯ তাদের ম্যারেজ রেজিস্টারদের নিরাশ করেছে।

প্রায় দুই মাস অঘোষিত লক ডাউনের কারণে তাদের ম্যারেজ রেজিস্টার অফিস বন্ধ ছিল। এর পর ছুটিতে কিছুটা সিথিল করা হলেও কোন অভিবাবক বিয়ের সমাগমের ঝুঁকি নিতে সাহস করেননি। কিংবা স্বল্প পরিসরে বিয়ে রেজিস্টার করতে কেউ সাহস করেননি।

বগুড়া  রেন্টেকার মালিক সমিতির সহ-সভাপতি তৌফিকুল আলম বাদল জানান, বরের গাড়ি ছাড়াও বরযাত্রীর সাথে কমপক্ষে আট থেকে ১০টা গাড়ি ভাড়ায় যায়। জেলায় রেন্টেকার মালিক সমিতির অধিনে প্রায় ২৫০ কার-মাইক্রোস আছে। করোনার কারণে এখন তারা  অলস সময় কাটাচ্ছেন। কোনো গাড়ি ভাড়া হচ্ছে না।

স্বাভাবিক সময়ে সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার বিয়ের জন্য প্রচুর গাড়ির প্রয়োজন হয়। সেসময় কার, মাইক্রোবাসে সংকট দেখা দেয়। কিন্তু গত দুই মাস ধরে বগুড়া রেন্টেকারের গাড়ির চাকা ঘোরেনি। বিয়ে বন্ধ রেন্টএ কারও বন্ধ।


বগুড়া/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়