ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেটে করোনায় আরও ৪২ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২৯, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিলেটে করোনায় আরও ৪২ জন আক্রান্ত

সিলেট জেলায় নতুন করে আরও ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে সিলেট জেলায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৮৮ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৭ মে) রাতে বিষয়টি জানিয়েছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, ওসমানী মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষার পর ফলাফলে এ ৪২ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে একজন সংবাদকর্মী, ৩ জন পুলিশ সদস্য ও ২ জন চিকিৎসক রয়েছেন।

নতুন আক্রান্ত হওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ২৪ জন, জৈন্তাপুর উপজেলার ৬ জন, জকিগঞ্জ উপজেলার ৪ জন, কানাইঘাট উপজেলার ২ জন, ওসমানীনগর উপজেলার ২ জন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ জন রয়েছেন।

সিলেট জেলায় গত ৫ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এরপর থেকে এ সংখ্যা বাড়তেই আছে। বিভাগের চার জেলায় বুধবার রাত পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৬২ জন। মারা গেছেন প্রথম আক্রান্ত রোগী ডা. মঈন উদ্দিনসহ ১৫ জন। সুস্থ হয়েছেন ১৯১ জন।

 

সিলেট/নোমান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়