ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নরসিংদীতে করোনা আক্রান্ত বেড়ে ৪২৯

নরসিংদী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৩, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নরসিংদীতে করোনা আক্রান্ত বেড়ে ৪২৯

নরসিংদীতে নতুন করে আরো ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৯ জনে।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বুধবার (২৭ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্ত ২০ জনের মধ্যে রয়েছেন নরসিংদী সদর উপজেলায় ১৬ জন, পলাশ উপজেলায় ৩ জন ও শিবপুর উপজেলায় ১ জন। শুক্রবার (২২ মে) ১০৯টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে এই ২০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

নরসিংদী জেলায় মোট ৪২৯ জন করোনা আক্রান্তেে মধ্যে নরসিংদী সদর উপজেলায় রয়েছেন ৩০৪ জন। এ ছাড়া রায়পুরাতে ৩৪ জন, শিবপুরে ৩১ জন, বেলাবোতে ৩০ জন, পলাশে ২২ জন ও মনোহরদীতে ৮ জন রয়েছেন।

এখন পর্যন্ত আইসোলেশনমুক্ত হয়েছেন ১৮০ জন। মারা গেছেন ৫ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৪ জন ও পলাশে ১ জন। অন্যরা হোম ও হাসপাতালে আইসোলেশনে আছেন।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপুর গ্রামে সর্ব প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। গত ৯ এপ্রিল নরসিংদী জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করে নরসিংদী জেলা প্রশাসন।

 

হানিফ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়