ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চবি’র জীববিজ্ঞান গবেষণাগারে করোনা পরীক্ষার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চবি’র জীববিজ্ঞান গবেষণাগারে করোনা পরীক্ষার অনুমোদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদের অধীন কেন্দ্রীয় জীববিজ্ঞান গবেষণাগারে কোভিট-১৯ তথা করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা চালু করার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এই গবেষণাগারে করোনার নমুনা পরীক্ষার কিটস এবং লজিস্টিকস স্বাস্থ্য বিভাগ সরবরাহ করবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি রাইজিংবিডিকে জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদের অধীন কেন্দ্রীয় জীববিজ্ঞান গবেষণাগারে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা চালু করার অনুমোদন পাওয়া গেছে। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এক দাপ্তরিক আদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসিকে দাপ্তরিকভাবে জানিয়েছেন। সিভিল সার্জনকেও এ ব্যাপারে অবহিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এই গবেষণাগারে করোনার নমুনা পরীক্ষার কিটস এবং লজিস্টিকস স্বাস্থ্য বিভাগ সরবরাহ করবে বলে দাপ্তরিক পত্রে জানানো হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের ল্যাব কল সেন্টার এবং ডিএইচআইএস-২ তে পাঠানো হবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ও অনুমতি পাওয়ায় অতি শীঘ্রই চবির জীববিজ্ঞান গবেষনাগারে করোনা শনাক্তকরণ শুরু হবে বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়