ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঈদের ছুটি শেষে গাজীপুরের ৮৪০টি শিল্প কারখানা খুলেছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
 ঈদের ছুটি শেষে গাজীপুরের ৮৪০টি শিল্প কারখানা খুলেছে

ঈদের ছুটি শেষে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানাসহ দুই হাজার ৭২টি শিল্প কারখানার মধ্যে ৮৪০ কারখানা খুলেছে। এসব কারখানায় শ্রকিরা কাজে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) গাজীপুর শিল্প পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, বৃহস্পতিবার গাজীপুরের বিভিন্ন এলাকায় ৮৪০টি শিল্প কারখানা চালু হয়েছে। এরমধ্যে রয়েছে বিজিএমইএ ভুক্ত ৪২৭টি, বিকেএমইএ ভুক্ত ৬৪টি, বিটিএমইএ ভুক্ত ৭৭টি এবং অন্যান্য ২৭২টি কারখানা।

এছাড়া, বৃহস্পতিবার পর্যন্ত ১ হাজার ২৩২টি কারখানা পর্যন্ত বন্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে বিজিএমইএ ভুক্ত ৪০৩টি, বিকেএমইএ ভুক্ত ৭৪টি, বিটিএমইএ ভুক্ত ৪৫টি এবং অন্যান্য ৭১০টি কারখানা।

তিনি আরো জানান, শিল্প পুলিশ কারখানাগুলি তদারকি করছে, যাতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের স্বাস্থ্য বিধির নিয়ম কানুন বাস্তবায়ন করা হয়।

 

গাজীপুর/হাসমত/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়