ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রামে করোনায় সুস্থতার হার ১০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে করোনায় সুস্থতার হার ১০ শতাংশ

চট্টগ্রাম মহানগরী ও জেলায় করোনায় আক্রান্তদের ৩ শতাংশ লোক মারা গেছেন। এছাড়া, সুস্থ হয়েছেন ১০ শতাংশ।

জেলায় মোট করোনা আক্রান্তের মধ্যে ২৭ শতাংশ ৩১ থেকে ৪০ বছর বয়সি। তুলনামূলকভাবে এখানে বয়স্ক ও শিশুদের আক্রান্তের হার সর্বনিম্ন। চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে। 

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৭ মে রাত ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরী ও জেলায় সর্বমোট ২ হাজার ২০০ জন করোনায় আক্রান্ত হন। এদের মধ্যে মারা গেছেন ৬১ জন। যা মোট আক্রান্তের ৩ শতাংশ। এছাড়া, একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯১ জন। যা মোট আক্রান্তের ১০ শতাংশ।

এদিকে, চট্টগ্রামে মোট আক্রান্তের ২ শতাংশ শিশু। এছাড়া, ১১ থেকে ২০ বছর বয়সি ৭ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সি ২৪ শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সি ১৭ শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সি ১৪ শতাংশ ও ৬০ বছরের ঊর্ধ্বে ৮ শতাংশ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে।

নগরীতে শতাধিক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে গতকাল বুধবার একদিনে নতুন করে ছয় চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এছাড়া, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ইতিমধ্যে ১৪ জন সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

চট্টগ্রাম/রেজাউল করিম/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়