ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে আজও ঢাকামুখী যাত্রীদের ভিড়

মুন্সীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে আজও ঢাকামুখী যাত্রীদের ভিড়

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে আজও ঢাকামুখী যাত্রীদের ভিড় রয়েছে।

ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন তারা। সাধারণ ছুটি না বাড়ার খবরে লোকজন এখন কর্মস্থলমুখী হচ্ছেন। তবে লঞ্চ, সিবোট এখনও চলাচল না করায় স্বাস্থ্যবিধি না মেনে ফেরিতে গাদাগাদি করে যাত্রীরা পদ্মা পারি দিচ্ছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ফেরি ঘাটে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে ফেরি পার হয়ে গণপরিবহন না পেয়ে  তারা ছোট ছোট গাড়ি বিশেষ করে নসিমন, করিমন, পিকাপভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, ও মাইক্রোবাসে করে ঢাকার দিকে যাচ্ছেন তারা। এতে তাদের কয়েকগুণ ভাড়া বেশি গুণতে হচ্ছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার মো. ফয়সাল জানান, আজ ভোর থেকে চারটি রো রো ফেরিসহ ১০টি ফেরি চলাচল করছে এ নৌরুটে। সকালে কাঁঠালবাড়ি থেকে আসা যাত্রীদের চাপ বেশি ছিল।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই মো. হিলাল উদ্দিন জানিয়েছেন, সকাল থেকে ঢাকামুখী যাত্রীর ঢল নেমেছে। কিন্তু যানবাহনের অভাবে এসব যাত্রীরা ঢাকায় ফিরতে ভোগান্তির শিকার হচ্ছেন।


রতন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়