ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরের লাশ উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাবেক কাউন্সিলর মনির হোসেনের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

মনির হোসেনের বাড়ি গাজীপুর সিটির ৩৬ নম্বর ওয়ার্ডের কামারজুরী এলাকায়। তার বাবার নাম আতাউর রহমান।

গাজীপুর গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে তার বাড়িতে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়  মনির হোসেনের লাশ উদ্ধার করা হয়। করোনার উপসর্গ থাকায় ঈদের আগের দিন তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। অবশ্য ওই টেস্টের রিপোর্ট এখনো আসেনি।

ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটা চিরকুট পাওয়া গেছে। চিরকুট থেকে জানা গেছে তিনি ঋণগ্রস্ত ছিলেন। ঋণ পরিশোধ করতে চিরকুটে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের কাছে ২০ লাখ টাকা চাওয়া হয়েছে।

বিষন্নতায় ভুগে ওই সাবেক কাউন্সিলর আত্মহত্যা করেছেন বলে ওসির ধারণা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।

স্থানীয়রা জানায়, গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন নিহত মনিরের চাচা সানাউর রহমান। সানাউর রহমানের মৃত্যুর পর ওই ওয়ার্ড থেকে উপনির্বাচনে মনির হোসেন কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।


গাজীপুর/ হাসমত আলী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়