ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শেওলা দিয়ে এলেন ২০ বাংলাদেশি, ফিরলেন ৭৯ ভারতীয়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শেওলা দিয়ে এলেন ২০ বাংলাদেশি, ফিরলেন ৭৯ ভারতীয়

সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে ফিরেছেন ভারতে আটকে পড়া ২০ বাংলাদেশি। একই সাথে বাংলাদেশে আটকে পড়া ৭৯ জন ভারতীয় নাগরিকও ভারতে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৮ মে) এ স্থলবন্দর দিয়ে ফেরত আসেন ভারতে লকডাউনের কারণে আটকে পড়া ২০ বাংলাদেশি। ইমিগ্রেশন শেষে স্বাস্থ্য পরীক্ষার পর ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য তাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

একইভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আটকে পড়া ৭৯ ভারতীয় নাগরিক ভারতে ফেরত গেছেন এদিন। তাদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি ভারত সীমান্ত এলাকার দায়িত্বপ্রাপ্তরা দেখবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ইমিগ্রেশন সংশ্লিষ্টরা।

শেওলা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এস আই আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘লকডাউনের পর ভারত থেকে এ পর্যন্ত ২৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে গত ১৫ মে পাঁচ জন এবং এর আগে আরও একজন এবং আজ ২০ জন বাংলাদেশি দেশে ফিরলেন।’

শেওলা স্থলবন্দরের মেডিকেল টিমের দায়িত্বে থাকা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নয়ন মল্লিক বলেন, ‘বৃহস্পতিবার ভারত থেকে দেশে ফেরা ২০ বাংলাদেশির সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের কারও মধ্যে করোনাভাইরাসের উপসর্গ মেলেনি। পাশাপাশি তারা সবাই শারীরিকভাবে সুস্থ রয়েছেন।’

 

নোমান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়