Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১১ মে ২০২১ ||  বৈশাখ ২৮ ১৪২৮ ||  ২৭ রমজান ১৪৪২

বগুড়ায় ২৪ ঘণ্টায় শিশুসহ ৩৫ জন করোনা আক্রান্ত

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বগুড়ায় ২৪ ঘণ্টায় শিশুসহ ৩৫ জন করোনা আক্রান্ত

বগুড়ায় স্থানীয়ভাবে সংক্রমণের কারণে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার (২৮ মে) বগুড়ায় শিশুসহ আরও ৩৫ জনের শরীরে করোনায় শনাক্ত হয়েছে। এরমধ্যে পুরুষ ২৮ জন, নারী ৪ ও শিশু ৩ জন। এছাড়া একজন সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছে।

বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের শজিমেকে নমুনা পরীক্ষা হওয়ায় থেকে ৩৫ জনের রিপোট পজিটিভ এসেছে। এদের মধ্যে সদরের ১৮ জন, শাজাহানপুরের ৪, গাবতলীর ৪, আদমদিঘীর ৪, কাহালু, শেরপুর, ধুনট, দুপচাচিয়া ও শিবগঞ্জে একজন করে। এদের মধ্যে চেলোপাড়ার ৬ জন ও শিববাটির একই পরিবারের ৪ জন। সবাই স্থানীয়ভাবে আক্রান্ত। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৭৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯, মৃত ১ ও ২৫৫ জন চিকিৎসাধীন।

 

আলমগীর/এসএম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়