ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জয়পুরহাটে ঘূর্ণিঝড় দুর্গতদের এক বছরের ভাতা দিলেন হুইপ স্বপন

জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জয়পুরহাটে ঘূর্ণিঝড় দুর্গতদের এক বছরের ভাতা দিলেন হুইপ স্বপন

জয়পুরহাটের ক্ষেতলাল ও কালাই উপজেলার ঘূর্ণিঝড় দুর্গতদের সহায়তার জন্য এক বছরের সরকারি ভাতা অনুদান দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত রহমানের হাতে ছয় লাখ নগদ টাকা তুলে দেন।

এবং কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবারক হোসেনের কাছে চার লাখ টাকা তুলে দেন। এর আগে ২৬ মে ক্ষেতলাল উপজেলা পরিষদে চার লাখ টাকা দেন তিনি।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আমার নির্বাচনী এলাকার কোনো ক্ষতিগ্রস্ত পরিবার মানবিক সহায়তার বাইরে থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।’

পরে ক্ষেতলালের খলিশাগাড়ি গ্রামে ঘূর্ণিঝড়ে নিহত পরিবারের হাতে এক লাখ টাকা হস্তান্তর করেন তিনি।

উল্লেখ্য, গত ২৪ মে জয়পুরহাটের ক্ষেতলালে ও ২৭ মে ভোরে কালাই উপজেলার বিভিন্ন স্থানে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

 

শামীম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়