ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভেড়ামারায় করোনা উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

কুষ্টিয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৭, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভেড়ামারায় করোনা উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন এক অবসরপ্রাপ্ত নার্স (৬৫)। তিনি ঢাকা থেকে কুষ্টিয়ায় এসেছিলেন।

শুক্রবার (২৯ মে) সকাল ৮টার দিকে ভেড়ামারা উপজেলার ধরমপুর গোরস্থানপাড়ায় মেয়ের বাড়িতে তিনি মারা যান।

স্থানীয়রা বলছেন, মৃত্যুর আগে থেকে তিনি নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর এবং ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন।

জানা যায়, গত ১৮ দিন আগে তিনি ঢাকা থেকে তার মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। এরপরই তিনি ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বরও দেখা দেয়। আজ শুক্রবার সকালে তিনি মারা যান।

স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জানান, তাকে স্থানীয় চিকিৎসকরা চিকিৎসা দিয়েছেন। তবে করোনা ভাইরাসের টেস্ট করা হয়নি।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, মৃত এই নারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত কিনা।

 

কাঞ্চন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়