ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা: দৈনিক পূর্বকোণের প্রকাশনা বন্ধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা: দৈনিক পূর্বকোণের প্রকাশনা বন্ধ

একাধিক সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণের প্রিন্ট ভার্সন প্রকাশ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৯ মে) দুপুরে পূর্বকোণের সম্পাদক ডা. রমিজ উদ্দিন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে পত্রিকার প্রকাশনা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছেন।

পত্রিকাটির জ্যেষ্ঠ সাংবাদিক এবং অনলাইন ভার্সনের ইনচার্জ সাইফুল আলম বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

পূর্বকোণ কর্তৃপক্ষ জানায়, ইতোমধ্যে এ পত্রিকার এক ফটো সাংবাদিকসহ দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংবাদ বিভাগ ছাড়াও পত্রিকাটির অন্যান্য বিভাগের একাধিক কর্মীর শরীরে করোনার উপসর্গ রয়েছে। এ অবস্থায় পত্রিকার সব কর্মীর নিরাপত্তার স্বার্থে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর লক্ষ্যে পত্রিকার প্রিন্ট ভার্সন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রিন্ট ভার্সন প্রকাশ বন্ধ থাকলেও অনলাইন ভার্সন চালু থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

স্বাস্থ্য সুরক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যেই পত্রিকাটি নিয়মিত প্রকাশনায় ফিরবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।


চট্টগ্রাম/রেজাউল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়