ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঘাটাইলে ধান শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষে ভাতিজা নিহত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঘাটাইলে ধান শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষে ভাতিজা নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে ধান শুকানোকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাতিজা নিহত হয়েছে।

শুক্রবার (২৯ মে) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভাতিজা সোহাগ মিয়ার (২১) মৃত্যু হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আনেহলা ইউনিয়নের বগাজান গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে।

আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালকুদার মো. শাহজাহান বলেন, ‘উঠানে ধান ও খড় শুকানোকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার চাচা আজমত আলী ও আকসের আলীর সাথে ভাতিজা সোহাগ মিয়ার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিসহ লাঠি দিয়ে সংঘর্ষ হয়। আচমকা ভাতিজা সোহাগের মাথায় লাঠির আঘাত লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আজ দুপুরের দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘাটাইল থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ‘এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখনো ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।’


শাহরিয়ার সিফাত/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়