ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গাজীপুরে ১৪০৪ কারখানা খুলেছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গাজীপুরে ১৪০৪ কারখানা খুলেছে

গাজীপুরে পোশাক কারখানারসহ ১৪০৪টি পোশাক কারখানা খুলেছে।

শনিবার (৩০ মে) গাজীপুরের বিভিন্ন এলাকার এসব কারখানা খুলেছে। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। 

গাজীপুর শিল্প পুলিশ এ তথ্য জানিয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানাসহ ২ হাজার ৭২টি শিল্প কারখানার রয়েছে। এর মধ্যে শনিবার ১৪০৪টি শিল্প কারখানা চালু হয়েছে। চালু হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে বিজিএমইএ’র তালিকাভুক্ত ৬৫৭টি, বিকেএমইএ’র ৮৯টি, বিটিএমইএ ভুক্ত ৯৪টি ও অন্যান্য ৫৬৪টি। এছাড়া, বন্ধ রযেছে ৬৬৮টি কারখানা।

তিনি আরও বলেন, শিল্প পুলিশ কারখানাগুলো তদারকি করছে, যাতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মানা হয়।

 

গাজীপুর/হাসমত আলী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়