ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিচারপতিকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিচারপতিকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

বিচারপতি ওবায়দুল হাসান শাহীনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করায় নেত্রকোণার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাতে বারহাট্টা উপজেলার নুরুল্লারচর গ্রাম থেকে ইলিয়াস আহমেদ (২৯) নামে ওই যুবককে মোহনগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে।

ওসি আব্দুল আহাদ খান জানান, সম্প্রতি গৃহকর্মী মারুফা আক্তার হত্যা মামলাকে কেন্দ্র করে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান শাহীনসহ বিশিষ্ট জনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) অপপ্রচার চালান গ্রেপ্তার ইলিয়াস আহমেদ।

এ ঘটনায় শুক্রবার তথ্য প্রযুক্তি আইনে এক ব্যবসায়ী মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইলিয়াস আহমেদকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান আব্দুল আহাদ খান।

মামলার বাদী খাইরুল ইসলাম মজুমদার বলেন, ‘ওবায়দুল হাসান শাহীন মোহনগঞ্জের কৃতী সন্তান। তাকে নিয়ে আমরা গর্ব করি। কেউ তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করবে এটা কোনভাবেই কাম্য নয়। তাই সম্মানী ব্যক্তির যেন সম্মানহানী না হয়, সে জন্যই স্বপ্রণোদিত হয়ে মামলা করেছি।’

 

মিলন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়