ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কক্সবাজারে নতুন ২৬ জনের করোনা শনাক্ত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কক্সবাজারে নতুন ২৬ জনের করোনা শনাক্ত

কক্সবাজারে নতুন করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭১৫ জনে।

শনিবার (৩০ মে) বিকেলে এতথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

তিনি জানান, কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে ১৬৪ জন নমুনা পরীক্ষায় ২৯ জন পজেটিভ এসেছে। এতে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৬ জন। অপর ৩ জন আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট।

নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত রোগী রয়েছে। কক্সবাজার সদরে রয়েছে ২১ জন। এছাড়া, রামু উপজেলায় একজন, চকরিয়া উপজেলায় একজন, লোহাগাড়ায় একজন, বান্দরবনে একজন, থানচিতে একজন করোনা রোগী পাওয়া গেছে।

এছাড়া, কক্সবাজার মেডিক্যাল কলেজে স্থাপিত ল্যাবে গত ৫৯ দিনে মোট ৬৪৬৫ জন সন্দেহভাজন রোগীর করোনাভাইরাস টেস্ট করা হয়। তারমধ্যে ৭১৫ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেছে।

এর মধ্যে মহেশখালীতে ৩১ জন, টেকনাফে ২০ জন, উখিয়ায় ৮৬ জন, রামু ২২ জন, চকরিয়ায় ১৫৭ জন, কক্সবাজার সদরে ২৫৩ জন, কুতুবদিয়ায় ২ জন এবং পেকুয়ায় ৩৭ জন রয়েছে।

এর সঙ্গে আছে ৩০ জন রোহিঙ্গা। অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান এবং চট্টগ্রামের সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

 

রুবেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়