ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বরিশালে করোনা উপসর্গ নিয়ে ২ রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বরিশালে করোনা উপসর্গ নিয়ে ২ রোগীর মৃত্যু

বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) তারা মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।

তিনি জানান, করোনা ইউনিটে ভর্তি হওয়া দুই রোগী আজ মারা গেছেন। তাদের জ্বর, কাশি ও প্রচণ্ড শ্বাসকষ্ট ছিলো।

মৃত রোগীদের মধ্যে ৪৫ বয়সি একজনের বাড়ি মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। তিনি গতকাল শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে ভর্তি হন এবং শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে মারা যান।

এছাড়া, অপর ৬০ বছর বয়সি মৃত রোগীর বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কলশকাঠী গ্রামে। তিনি আজ সকাল ১০টায় ভর্তি হন এবং বেলা সাড়ে ১২ টায় মারা যান।

মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে শেরে বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সহকারী পরিচালক আরো জানান, এ নিয়ে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ৩১ জন। এর মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া, এ পর্যন্ত এ ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১৩ রোগী। এর মধ্যে ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়।

 

বরিশাল/স্বপন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়