ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ময়মনসিংহ বিভাগে হাজার ছাড়িয়েছে করোনা রোগী

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪৬, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ময়মনসিংহ বিভাগে হাজার ছাড়িয়েছে করোনা রোগী

ময়মনসিংহ বিভাগে শনিবার (৩০ মে) আরও ৪৪ জনের করোনা পজিটিভ হয়েছে। এনিয়ে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৩ জন।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে দুটি মেশিনে ৪১৬টি নমুনা পরীক্ষায় নতুন করে ৪৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

শনিবার (৩০মে) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সদরে তিন জন, ভালুকায় আট জন, ত্রিশালে একই পরিবারের তিন জনসহ পাঁচ জন নিয়ে জেলায় ১৬ জন, জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় ১১ জন, দেওয়ানগঞ্জ উপজেলায় ১০ জন ও ইসলামপুর উপজেলায় সাত জনসহ জেলায় ২৮ জন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ নিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত এক হাজার ২৩ জনের মধ্যে ময়মনসিংহে ৪৮৬ জন, জামালপুরে ২৩৬ জন, নেত্রকোনায় ২২১ জন এবং শেরপুরে ৮৪ জন।’

এদিকে গত ২৪ ঘণ্টায় এক জনসহ এ বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯৫ জন এবং মারা গেছেন ১৩ জন।

 

মিলন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়