ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নরসিংদীতে ২২৫২টি মসজিদ পেলো অনুদানের চেক

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫৪, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নরসিংদীতে ২২৫২টি মসজিদ পেলো অনুদানের চেক

নরসিংদীতে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মসজিদগুলোকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ মে) জেলার ছয়টি উপজেলায় দুই হাজার ২৫২টি মসজিদে একযোগে স্ব স্ব উপজেলার নিবার্হী অফিসারের কার্যালয়ে থেকে ওই আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, প্রতিটি মসজিদে পাঁচ হাজার টাকা করে দুই হাজার ২৫২টি মসজিদে মোট এক কোটি ১২ লাখ ৬০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

চেক বিতরনের সময় সংশ্লিষ্ট মসজিদ কমিটির সভাপতি ও মসজিদের ঈমামগণ উপস্থিত ছিলেন।

এছাড়া প্রতিটি উপজেলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এইচ মাহমুদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়